হাসপাতালে স্ত্রী ও মেয়ে সহ চারজনকে কুপিয়ে হত্যা, ধৃত খুনি

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : হাসপাতালে এক ব্যক্তি দা দিয়ে ধারাবাহিক আক্রমণের ফলে চারজন লোক প্রাণ হারিয়েছেন। এই লোমহর্ষক ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার অরুণাচলের পূর্ব কামেংয়ের চেপ্পা জেলা হাসপাতালে। নিকম চাংবিয়া নামে এক ব্যক্তির দায়ের হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কামদম সিকাম।

নিহত চারজনের মধ্যে অভিযুক্তের স্ত্রী তাদে চাংবিয়া এবং দুই বছরের মেয়ে মেখ্যা চাংবিয়া রয়েছেন। অপর দুইজ হলেন চৌকিদার ফেই বেয়ং এবং পাকা ওয়েলি তালাং। আহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা পিএস চেপ্পা ও মিনলি গেও রয়েছেন। মিনলি গে তার বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন।

এসপি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। হাসপাতালের বিছানায় তার স্ত্রী ও মেয়ের ওপর হঠাৎ হামলা শুরু করে অভিযুক্ত। তিনি প্রত্যক্ষদর্শীদের ওপর হামলার চেষ্টাও করেন। তবে ঘটনার কারণ জানা যায়নি।

হাসপাতালে স্ত্রী ও মেয়ে সহ চারজনকে কুপিয়ে হত্যা, ধৃত খুনি
Spread the News
error: Content is protected !!