লড়াইয়ে ক্ষমতা হারাচ্ছে জান্তা সরকার
২৩ নভেম্বর : মায়ানমারে ক্ষমতাসীন জান্তাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে তিন বিদ্রোহীগোষ্ঠী। ক্ষমতা দখলে শুরু হয়েছে ‘অপারেশন-১০২৭’। সংঘবদ্ধ সশস্ত্রগোষ্ঠী ‘ব্রাদারহুড অ্যালিয়েন্স’র হাতে ইতোমধ্যেই ১৫৪টি ঘাঁটি হারিয়েছে জান্তা সরকার।
বিভিন্ন রাজ্যে ৪৪৭ সেনা আত্মসমর্পণ করেছেন। ফলে মায়ানমারে একে একে নিয়ন্ত্রণ হারাচ্ছেন ক্ষমতাসীনরা। সশস্ত্র সেসব বাহিনীর সঙ্গে যোগ দিচ্ছেন বেসামরিক নাগরিকরাও। তাদের জোর সমর্থনে আরও পাকাপোক্ত হচ্ছে জান্তাবিরোধী অভিযান। উদ্দেশ্য আরও দ্রুত সফল হওয়ার জন্য গ্রামীণ বাসিন্দারাও যুদ্ধে অংশ নিচ্ছেন। সোমবার স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। জান্তাবিরোধী মিশনে সংঘবদ্ধ বিদ্রোহীগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে আরকান আর্মি (এএ), মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স আর্মি (এমএনডিএএ) এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (এনএলএ)।
দেশটির শান, কায়াহ, চিন, রাখাইন, মন রাজ্য এবং সাগাইং ও মাগওয়ে অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দারাও এতে বেশ উচ্ছ্বসিত। এমনকি তারা যত দ্রুত সম্ভব শহরগুলোতে অভিযান চালানোর পরামর্শ দিচ্ছেন।