অকালে চলে গেলেন সাংবাদিক কুন্তল চক্রবর্তী
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : প্রায় তিন বছর মৃত্যুর সঙ্গে লড়াই করলেন। অবশেষে বুধবার ভোরে সমস্ত লড়াইকে হার মেনে পরপারে পাড়ি দিলেন বিশিষ্ট সাংবাদিক তথা দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার গুয়াহাটির স্টাফ রিপোর্টার কুন্তল চক্রবর্তী। এ দিন সকাল ৫-৪০ মিনিটে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তাঁর অকালমৃত্যুে রাজ্যের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
তিনি বছর তিনেক ধরে দুরারোগ্যে ভুগছিলেন। তবে বিছানায় শয্যাশায়ী অবস্থায়ও সাংবাদিকতা করেছেন। একজন অতি দায়িত্বশীল সাংবাদিক ছিলেন প্রয়াত চক্রবর্তী। দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার প্রায় জন্মলগ্ন থেকে কাজ করছেন। এর আগে দৈনিক প্রান্তজ্যোতি, সময় প্রবাহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন। প্রয়াত চক্রবর্তী মূলত পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পড়াশোনা সব শিলচরে করেছেন। দীর্ঘদিন বছর ধরে গুয়াহাটিতে বসবাস করছেন। তিনি রেখে গেছেন স্ত্রী ও একমাত্র মেয়ে সহ আত্মীয়স্বজন।

