তিনটি ভাষাকে রাজ্যের সহযোগি সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবি যৌথ মঞ্চের
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : শ্রীকৃষ্ণ রক্মিনী কলাক্ষেত্র সহ তিন সম্প্রদায়ের যৌথ মঞ্চ একজোট হয়ে রবিবার স্থানীয় হিন্দি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হিন্দী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহযোগি সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান,”জাতীয় শিক্ষানীতি ২০২০” জেনেভা কনভেনশন ও ইউনেস্কোর ভারডিক্ট মতে তিনটি ভাষাকে সহযোগি সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তাঁরা। গত ৩ মার্চ আয়োজিত এক আলাপচারিতার ১৫ দিনের মাথায় রাষ্ট্রপতি দফর থেকে অসম সরকারের চিফ সেক্রেটারিকে একটি লিখিত পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সংস্থা রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাঁদের দাবিদাবা তুলে ধরে বরাক ও ডিমা হাসাও জেলায় হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে সহযোগী সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন।
সরকার তাঁদের এই দাবি পূরণ না করলে আগামীতে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁসিয়ারি দিয়েছেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে অখিল অসম ভোজপুরি পরিষদের সভাপতি যুগলকিশোর ত্রিপাঠী, শ্রীকৃষ্ণ রক্মিনী কলাক্ষেত্রের সভাপতি বিধান সিনহা, সুপর্ণা দুবে, হরিকান্ত সিংহ, রাজকুমার দুবে, কাঞ্চন সিংহ ও রাজীব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।