বাংলাদেশের প্রভাব অসমেও ফেবুতে পোস্ট, গ্রেফতার হাইলাকান্দির যুবক

বাংলাদেশের প্রভাব অসমেও ফেবুতে পোস্ট, গ্রেফতার হাইলাকান্দির যুবক

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিবেশকে সমর্থন করে ভারতের অসমেও তার প্রভাব পড়বে বলে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি হাইলাকান্দি জেলার লালার চন্দ্রপুরের। বৃহস্পতিবার রাতে এমন পোস্টে পুলিশ তাকে গ্রেফতার করে। রেজওয়ান উল্লাহ মাঝারভূইয়া নামে গ্রেফতারকৃত যুবক উগ্রবাদী সংগঠন  আল কায়দার সদস্য বলেও সামাজিক মাধ্যমে পরিচয় দেয়। এ ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলায়।

রেজওয়ান উল্লাহ মাঝারভূইয়া তার ফেসবুক আইডিতে “বাংলাদেশের পর এবার ভারতের পালা। বাংলাদেশের প্রভাব আসামও দ্রুত শুরু হবে” এ ধরনের এক পোস্ট করেছে। পোস্টের পর হাইলাকান্দি জেলা পুলিশ নড়েচড়ে বসে। অবশেষে রেজওয়ানকে গ্রেফতার করে হাইলাকান্দি পুলিশ।

Author

Spread the News