ইন্ডিপেনডেন্স কাপে অংশ নিচ্ছে আইরিশ ইংলিশ স্কুলে তিন পড়ুয়া, সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : আগামী ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিপেনডেন্স কাপ কারাটে জাতীয় প্রতিযোগিতা ২০২৫। এই জাতীয় প্রতিযোগিতায় শিলচরের সাহা নেওয়াজ পরিচালিত ফ্লাইংফিট কারাটে অ্যাকাডেমি-র অধীনস্থ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। এরই মধ্যে শিলচর হাইলাকান্দি রোডের আইরিশ ইংলিশ স্কুল থেকে নির্বাচিত হয়েছেন তিনজন প্রতিভাবান ছাত্রছাত্রী আয়ান আহমেদ, জুনায়েদ আহমেদ লস্কর এবং আফরুজা বেগম। তাঁরা আগামী ৪ আগস্ট দিল্লির উদ্দেশে রওনা দেবেন এবং ৮, ৯ ও ১০ আগস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
এই উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু ছাত্রছাত্রীদেরই নয়, তাঁদের প্রশিক্ষক সাহা নেওয়াজ সহ ফ্লাইংফিট কারাটে অ্যাকাডেমি-র অন্যান্য প্রশিক্ষকদেরও বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানিত করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের হাতে ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে প্রশিক্ষকদের নিষ্ঠা, পরিশ্রম এবং অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ আফসানা খানম চৌধুরী বলেন, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা জাতীয় মঞ্চে অংশ নিচ্ছে—এটা শুধু স্কুলের নয়, গোটা জেলার গর্বের বিষয়। প্রশিক্ষকদের ধারাবাহিক পরিশ্রম এবং ছাত্রছাত্রীদের অধ্যবসায়ই এই সাফল্যের মূল চাবিকাঠি। “আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও দক্ষতা অর্জন করুক। তাই আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষাতেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।” অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সহপাঠী এবং কারাতে একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।