গ্যাস সিলিন্ডার ও আলমারির ভেতর থেকে উদ্ধার মাদক, গ্রেফতার স্বামী-স্ত্রী ও সন্তান
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : পশ্চিম গারো পাহাড় জেলার ফুলবাড়ি থানার অন্তর্গত শ্যামডিং গ্রামে এক পরিবারের তিনজনকে হেরোইন রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, তাদের কাছ থেকে মোট ৩০.৫৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বিশেষ সূত্রের ভিত্তিতে অ্যান্টি নারকোটিক টাস্ক ফোর্স (এএনটিএফ)-এর নেতৃত্বে খায়বর আলি (৫৯)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দলটি আলমারির ভেতর থেকে হলদে গুঁড়ো ভর্তি ৮৫টি শিশি এবং একটি পরিবর্তিত গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো দু’টি সাবানের কৌটো উদ্ধার করে। এগুলো পরীক্ষায় হেরোইন প্রমাণিত হয়।
পশ্চিম গারো পাহাড়ের পুলিশ সুপার আব্রাহাম টি সাংমা জানান, খায়বর আলির পাশাপাশি তার স্ত্রী মরিয়ম বিবি (৪৫) এবং ছেলে নূর জামানকেও (২০) গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও পুলিশ ১,৯৬,৬০১ টাকা, কিছু সোনার গয়না, দু’টি মোবাইল ফোন এবং ১৩৪টি খালি শিশি বাজেয়াপ্ত করেছে। তিনজনকেই এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় আজ তুরার আদালতে পাঠানো হয়।