জিরিবামে পুড়ছে দুই জাতিগোষ্ঠীর বাড়িঘর, অগ্নিগর্ভ পরিস্থিতি

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৯ জুন : মণিপুর রাজ‍্যের জিরিবাম জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি। সর্বত্র বিরাজ করছে টানটান উত্তেজনা। দুই জাতিগোষ্ঠীর কিছু লোক একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলেছেন। শনিবার রাত অনুমান নয়টা নাগাদ কুকি সম্প্রদায়ের আসবাবপত্র ও সামগ্রী বোঝাই একটি লরি এসকর্ট করে নিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় পুলিশের একটি দল। গুলালতল বাজারে পৌঁছলে মৈতৈ সম্প্রদায়ের একদল লোক লরিটি আটকে গাড়ির সামগ্রী নামিয়ে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।

জিরিবামে পুড়ছে দুই জাতিগোষ্ঠীর বাড়িঘর, অগ্নিগর্ভ পরিস্থিতি

একদিকে কিছু মৈতৈরা অগ্নিসংযোগ করছেন তো অন‍্যদিকে বদলা নিতে কুকি যুবকরা মৈতৈ বাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিচ্ছেন।
পাহাড়ি জেলাটির প্রত‍্যন্ত অঞ্চলে লাগাতার পুড়ছে ঘরবাড়ি। পাহাড়ি এলাকায় বসতি করা মৈতৈ সম্প্রদায়ের জনগণের বাড়িতে একের পর এক অগ্নিসংযোগ করে যাচ্ছে কুকি সম্প্রদায়ের সমাজ বিরোধী যুবকরা। প্রাণ রক্ষায় ঘরবাড়ি, গৃহপালিত পশু, আসবাবপত্র, ধান, চাল, খাদ্য সামগ্রী ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছেন উভয় সম্প্রদায়ের মানুষ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে জিরিবাম গুলালতলের ব‍্যবসায়ী এস শরত কুমার সিংহের খুনের ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে জিরিবামে। রবিবার ভোর থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাহাড় থেকে নেমে আসছেন লোকরা।

Author

Spread the News