কাছাড়ের হজযাত্রীদের সংবর্ধনা খোঁজ এর

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : কাছাড় জেলার আড়াই শতাধিক হজযাত্রীদের সংবর্ধনা দিল সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া সংস্থা খোঁজ শিলচর। শনিবার শিলচর ঘনিয়ালা মরকজ ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি ডাঃ মাসুম আহমদ।  সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক বক্তা হজযাত্রীদের পবিত্র মক্কা-মদিনায় গিয়ে নিজের এবং আত্মীয়স্বজনের কল্যাণ কামনার পাশাপাশি দেশের এবং মানব কল্যাণে প্রার্থনা আহ্বান জানান। প্রত্যেক বক্তাই খোঁজ-র ব্যতিক্রমী সামাজিক কাজকর্মের প্রশংসা করেন।

কাছাড়ের হজযাত্রীদের সংবর্ধনা খোঁজ এর

প্রাসঙ্গিক বক্তব্যে সংস্থার সভাপতি ডাঃ মাসুম হজযাত্রীদের হজে গিয়ে মানবকল্যাণের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।তিনি হজে গিয়ে সুস্থ থাকার কিছু টিপসও হজযাত্রীদের দেন। সাংবাদিক সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর হজযাত্রীদের হজে গিয়ে দেশের সুনাম অক্ষুন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, হজযাত্রীরা মক্কা-মদিনায় গিয়ে এমন কোন কাজ না করেন, যাতে দেশকে লজ্জিত হতে হয়। বক্তব্য রাখেন রেডিয়েন্ট স্কুলের এমডি কমরুল ইসলাম মজুমদার, বদরপুর আল হিরা ন্যাশনাল অ্যাকাডেমির কর্মকর্তা মনসুর আলম সহ বিশিষ্টজনেরা।

কাছাড়ের হজযাত্রীদের সংবর্ধনা খোঁজ এর

খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, প্রতি বছর শিলচর সহ জেলার বিভিন্ন প্রান্থের হজযাত্রীদের সংবর্ধনা ছাড়াও শিলচর মরকজ ভবনে হাজিদের সাপ্তাহিক প্রশিক্ষণ শিবিরে দুপুরের খাওয়ার ব্যবস্থা করে থাকে। এবারও নয়দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে হাজিদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মান জানানো সহ দুপুরের আহারেও ব্যবস্থা করা হয়।
এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সাময়িক প্রসঙ্গ সম্পাদক তথা জেলা হজ কমিটির যুগ্মসম্পাদক তৈমুর রাজা চৌধুরী, হিউম্যানেটি ফাউন্ডেশনের সভাপতি শিহাবুদ্দিন আহমদ, প্রাক্তন অধ্যক্ষ সাব্বির আহমদ চৌধুরী, লুৎফুর রহমান বড়ভূইয়া, সুজন দত্ত, প্রথম পল্লী ক্লাব সম্পাদক সুজিত দেব, মিলন দাস, সাদিক আহমেদ, রয়েল ইংলিশ অ্যাকাডেমির সম্পাদক বাহারুল ইসলাম, বুরহান মজুমদার, রেজওয়ান খান, কামাল মজুমদার প্রমুখ।

কাছাড়ের হজযাত্রীদের সংবর্ধনা খোঁজ এর

খোজ আয়োজিত এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ইঞ্জিনিয়ার বাহারুজ্জামান লস্কর, রাজু লস্কর, স্মিত লস্কর, মাম্পি লস্কর, রেজওয়ান খান, মুন্না লস্কর, মুন্না মজুমদার, মনসুর আলম, কামাল লস্কর,বক্তার লস্কর, কমরুল ইসলাম মজুমদারকে কৃতজ্ঞতা জানান সম্পাদক সজল লস্কর। 

Author

Spread the News