অগপ-র আত্মত্যাগের ইতিহাস রাজ্যের গর্ব : অধ্যাপক দীপেন্দু
৪১তম প্রতিষ্ঠা দিবস পালন কাছাড় জেলা কমিটির____
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : বর্ণাঢ্য অনুষ্ঠানে ৪১তম প্রতিষ্ঠা দিবস পালন করল অসম গণ পরিষদের কাছাড় জেলা কমিটি। মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন করেন সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, যুব পরিষদ সম্পাদক নেকবুব হোসেন লস্কর, সংখ্যালঘু পরিষদের সভাপতি হায়দর হোসেন লস্কর, কৃষক পরিষদের সভাপতি আহমেদ শাহিদ বড়ভূইয়া, সম্পাদক মণিতন সিংহ ও সুজিত শর্মা, নজমুল হোসেন মজুমদার, আইনজীবী রিয়াজুল হক বড়ভূইয়া, শারিকা আজমি বড়ভূইয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকাল ৯টা ৫ মিনিটে ৮৫৬ জন শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পর প্রয়াত গায়ক জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
১০টা ৩০ মিনিটে প্রাক্তন নেতা-কর্মীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক দীপেন্দু দাস দল গঠনের ইতিহাস তুলে ধরে বলেন, “অগপ দলের আত্মত্যাগের ইতিহাস রাজ্যের গর্ব।”
কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব জানান, নেতা-কর্মীদের প্রচেষ্টায় দল আজও জনগণের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া দলের নীতি-আদর্শ বজায় রেখে জনগণের পাশে থাকার আহ্বান জানান। সংখ্যালঘু পরিষদের সভাপতি হায়দর হোসেন লস্কর বলেন, কংগ্রেস দলের কারণে অসমবাসী প্রতারণা-বঞ্চনার শিকার হয়েছিলেন, অগপ দল সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে।” প্রাক্তন সভাপতি নব গোপাল দাস কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের কাছাড় জেলার প্রতি আরও সক্রিয় হওয়ার কথা বলেন। সমাজকর্মী রাজা চক্রবর্তী জানান, “অগপ দলের ইতিহাস বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার গৌরব।”
অনুষ্ঠান সমন্বয় করেন সম্পাদক মণিতন সিংহ ও বিধান পরিষদের কার্যকরী সভাপতি দীপন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য নীরেশ কিশোর সিনহা, মহিলা পরিষদের প্রাক্তন সভানেত্রী রুমা রাজকুমারী, দীপ ভট্টাচার্য, চিত্তরঞ্জন সিনহা, মইনুদ্দিন লস্কর, কাজল লস্কর, বিজয় নন্দী, প্রদীপ সিনহা, অমলেন্দু দেবনাথ, সৌমেন দাস, বিশাল বিশ্বাস প্রমুখ। জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক নারী-পুরুষ বিভিন্ন দল ছেড়ে অগপ-র আদর্শে অনুপ্রাণিত হয়ে এই অনুষ্ঠানে দলে যোগদান করেন। দুপুরে মধ্যাহ্নভোজ ও বিকেল পাঁচটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই ঐতিহাসিক দিবসটির সমাপ্তি ঘটে। শিলচর বিধান পরিষদের কার্যকরী সভাপতি দীপন ভট্টাচার্যের নেতৃত্বে একদল এই অঞ্চলের গুণীজন সহ বিশিষ্ট কয়েকজন সাংবাদিকদের সম্মান জানানো হয়।