বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হওয়া দুই যুবকের পরিবারকে বিভাগের চেক প্রধান

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হওয়া ডেঙ্গারবন্দ জিপির দুই অসহায় পরিবারকে আর্থিক সাহায্য প্রদান রাজ‌্য সরকারের চেক তুলে প্রদান করলেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল।‌ ২০১৯ সালে ৫ জুন বা‌ড়ির পা‌শে মাছ ধর‌তে গি‌য়ে দুর্ঘটনাবসত মা‌টি‌তে প‌ড়ে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্প‌র্শে মর্মা‌ন্তিক মৃত্যু পাথারকান্দির লোয়াইর‌পোয়া ব্ল‌কের ডেঙ্গারবন্দ জিপির সাধুকুটি গ্রামের রাজু শুক্লবৈদ্য (১৫)‌ ও অসীম শুক্লবৈদ্য(২১)।

বুধবার অসম বিদ্যুৎ বিভা‌গের প‌ক্ষে ক্ষ‌তিপূরণ বাবদ আড়াই লক্ষ টাকা করে পৃথক পৃথক ভাবে দুটি চেক তুলে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বিদ্যুৎ পর্ষদের বদরপুর সার্কল থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে লোয়াইরপোয়া বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক বণ্টন করা হয়।

বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হওয়া দুই যুবকের পরিবারকে বিভাগের চেক প্রধান

এ‌দিন স্থানীয় বিদ্যুৎ পর্ষদ কার্যালয়ের আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই, লোয়াইরপোয়া মণ্ডল বিজেপি সভাপতি ঋষিকেশ নন্দী। বিধায়‌কের প্রচেষ্টায় রাজ্য সরকা‌র কর্তৃক মৃ‌তের প‌রিবারের নামে আ‌র্থিক অনুদান মঞ্জুর হওয়া‌তে অসহায় প‌রিবা‌র দু‌টির পাশাপা‌শি স্থানীয়রা স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হওয়া দুই যুবকের পরিবারকে বিভাগের চেক প্রধান

Author

Spread the News