শিলচরে অমিত মালব্যের কুশপুতুল পুড়ালো তৃণমূল কংগ্ৰেস
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের বিতৰ্কিত মন্তব্যে তীব্ৰ প্ৰতিবাদ জানায় তৃণমূল কংগ্ৰেস কর্মীরা। মঙ্গলবার শিলচর তৃণমূল কংগ্ৰেসের কর্মীরা প্ৰতিবাদ সাব্যস্ত করেন। মালব্যের কুশপুতুল দাহ করতে গিয়ে পুলিশের সঙ্গে কুশপুতুল নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। কুশপুতুলে অগ্নিসংযোগ করা মাত্রই পুলিশ কেড়ে নিতে চায়। এরপর বেশি জ্বলতে দেইনি পুলিশ। কুশপুতুল দাহর আগে মালব্যের মন্তব্যের তীব্ৰ প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেতা রাজেশ দেব।
এদিকে, রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবে মালব্যের বক্তব্যকে নিয়ে কড়া ভাষায় নিন্দা প্ৰকাশ করেন। সুস্মিতা দেব বলেন, এইধরনের বক্তব্য কেবল বিভাজনমূলক নয় এটা অসম তথা বরাকবাসীর অপমান করা।
উল্লেখ্য, অমিত মালব্য মন্তব্য করেছিলেন যে সিলেটি ভাষায় কথা বলা মানুষ বাংলাদেশি। অমিত মালব্য বলেন, “দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজ করেছে। আর এই শব্দ ব্যবহারের একমাত্র কারণ, ওই অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচনশৈলী, যা সাধারণ ভাবে ভারতে ব্যবহার হয় না।” এরপরেই বাংলাকে ‘ভাষার তালিকা’ থেকে বাদ দিয়ে দেন এই বিজেপির আইটি সেলের প্রধান।
তাঁর কথায়, “বাংলা বলে কোনও ভাষা নেই। বাঙালি একটি জাতির নাম, কোনও ভাষা নয়। তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করছে, এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য। এর সঙ্গে পশ্চিমবঙ্গে ভাষাভাষি মানুষদের কোনও যোগ নেই।”