এনসিসি-র উত্তরপূর্বাঞ্চলীয় দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন রাজ্যপালের
পিএনসি, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : উত্তরপূর্বাঞ্চলের এনসিসি গ্রুপ কমান্ডেন্টদের নিয়ে তিন দিনের দ্বি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার আগরতলায় শুরু হয়েছে। এই সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই সম্মেলন আগরতলায় আয়োজন করার জন্য তিনি এনসিসি কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজ্যে এনসিসি-র কোনোরকম প্রাতিষ্ঠানিক সুবিধার প্রয়োজন থাকলে রাজ্য সরকার অবশ্যই সেসব সুবিধা দিতে প্রস্তুত রয়েছে। উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এনসিসি-কে শক্তিশালী করার যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে রাজ্যপাল অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, শুধুমাত্র প্রতিরক্ষা বিষয়ক কোর্সে ভর্তি হবার সুযোগ লাভের জন্যই নয়, এনসিসি-তে যুক্ত হলে শিক্ষালাভ, চাকরি পাওয়ার ক্ষেত্রে, নিজের ওপর আস্থা বৃদ্ধি হয়। এনসিসি ক্যাডেটরা একই বয়সের অন্য ছেলেমেয়েদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকে। রাজ্যপাল এনসিসি-র ক্যাডাররা সামাজিক কল্যানমুলক নানা কাজে যুক্ত থাকার কথা জেনে সন্তোষ প্রকাশ করে বলেন, তেমনি নেশা ও বাল্যবিবাহের্ মতো ব্যাধির বিরুদ্ধে লড়াই করার জন্য তাদেরকে প্রস্তুত করার আহ্বান রাখেন তিনি। রাজ্যে এনসিসি ক্যাম্প করার লক্ষ্যে সরকার সব ধরনের সুযোগ সুবিধা প্রদানে আগ্রহী বলেও অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। দেশ গড়ার লক্ষ্যে এনসিসি যুব ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যপাল বলেন, জীবনকে আরও দ্রুতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের উৎসাহ প্রদান করা জরুরি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত এনসিসি-র অতিরিক্ত মহা নির্দেশক মেজর জেনারেল গগন দীপ। তিনি ত্রিপুরা এনসিসি ক্যাডেটদের কাজের প্রশংসা করেনা ও ক্যাডেটদের সাথে মত বিনিময় করেন। তিনি আশা ব্যক্ত করেন, এনসিসি-র কার্য্যক্রমের অনুশীলনের মাধ্যমে প্রতিটি ক্যাডেট আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবেন।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলিতে কার্যরত এনসিসি-র সমস্ত ইউনিটের কমান্ডেন্টরা। অনুষ্ঠানের শুরুতে রাজ্যপাল এনসিসি ক্যাডারদের অভিবাদন গ্রহণ করেন। এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে আসা এনসিসি গ্রুপ কমান্ডেন্টদের সঙ্গে বৈঠক করেন।
উল্লেখ্য, রাজ্যের আটটি জেলায় ৯৫ টি স্কুল ও কলেজে এনসিসি ইউনিট রয়েছে এবং এই ইউনিটগুলোতে ৫৩০০ ছাত্রছাত্রী ক্যাডেট হিসেবে যুক্ত রয়েছে এর মধ্যে ২৫০০ জন ছাত্রী ক্যাডেট রয়েছে।