কাছাড়ে ১০৮১টি পূজা কমিটিকে সহায়তা সরকারের

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : আসন্ন দুর্গোৎসবকে ঘিরে কাছাড় জেলায় এক উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে মোট ১০৮১টি পূজা কমিটিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা ইতিমধ্যেই করা হয়েছে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০০টি পূজা কমিটিকে ১০০০০ টাকা করে  জেলা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে ওই আর্থিক অনুদানের ডিমান্ড ড্রাফট প্রদান করা হয়।

কাছাড়ে ১০৮১টি পূজা কমিটিকে সহায়তা সরকারের

অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থেকে পূজা কমিটিগুলিকে এই সরকারি উদ্যোগের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, “অসম সরকার দুর্গোৎসবের ঐতিহ্য রক্ষায় এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। এতে কেবল উৎসবের মর্যাদা বৃদ্ধি পাবে না, সাধারণ মানুষও একসঙ্গে মিলেমিশে আনন্দে অংশগ্রহণ করতে পারবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খাদ্য, সিভিল সাপ্লাই ও ভোক্তা বিষয়ক, খনিজ ও খনিসম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিদ্যুৎকান্তি পাল। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে এক প্রশাসনিক মর্যাদা ও তাৎপর্য যোগ করেছে।

বিধায়ক দীপায়ন চক্রবর্তী এদিন তার ভাষনে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রয়াসের প্রশংসা করে বলেন, “রাজ্যের প্রতিটি শহর ও গ্রামে সমান মর্যাদায় দুর্গোৎসব পালনের জন্য এই সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এতে পূজা আয়োজকরা আর্থিকভাবে স্বস্তি পাবেন এবং উৎসবকে আরও সুন্দরভাবে উদযাপন করতে পারবেন।”

অনুষ্ঠানে অন্যান্য বরিষ্ঠ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পূজা আয়োজকদের মতে, এই সরকারি অনুদান একদিকে যেমন ব্যয়ভার সামলাতে সাহায্য করবে, অন্যদিকে সমাজে সম্প্রীতি ও ঐক্যের বার্তাও আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে। কাছাড় জেলার মোট ১০৮১টি পূজা কমিটি এই সরকারি সহায়তা থেকে উপকৃত হবে বলে জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!