২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিল সরকার

১৫ ডিসেম্বর : সত্যি মানুষ ২ হাজার টাকার নোট নিয়ে বাজারে গেলে খুচরো বিষয়ে বেশ ঝামেলায় পড়তে হয়েছে। এই নোট অবশেষে ছাপা বন্ধ করল সরকার।

২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সংসদের শীতকালীন অধিবেশনে বন্ধের কথা জানালেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।

রাজ্যসভায় এই নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে পঙ্কজ চৌধুরী বলেন, ‘২০১৮-১৯ অর্থবর্ষের পর থেকে আর নতুন করে দুহাজার নোট ছাপানোর নির্দেশ দেওয়া হয়নি।’ রিজার্ভ ব্যাংক সঙ্গে আলোচনা করে কোনও ব্যাংক নোট কত মূল্যের ছাপা হবে তা সিদ্ধান্ত নেয় কেন্দ্ৰীয় সরকার৷

Author

Spread the News