কুয়েত অগ্নিকাণ্ড : মৃত ৪৫ জন ভারতীয়ের দেহ দেশে নিয়ে আসছে সরকার

১৪ জুন : কুয়েতের বহুতল আবাসনে অগ্নিকাণ্ডে (Kuwait Fire) মৃত ৪৫ জন ভারতীয়ের দেহ ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে দেশে। শুক্রবার ভোরে বায়ুসেনার (IAF Aircraft) একটি বিমান কুয়েত থেকে কেরলের উদ্দেশে রওনা দিয়েছে। সকাল ১১টা নাগাদ বিমানটির কোচি (Kochi) বিমানবন্দরে অবতরণ করার কথা। তারপর দিল্লির উদ্দেশে যাওয়ার কথা বিমানটির। বিমানে রয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংও (Kirti Vardhan Singh)।

কুয়েত প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৪৫ জন ভারতীয়ের দেহ শনাক্ত করতে পেরেছে তারা। মৃতদের মধ্যে তিনজন ফিলিপিন্সের বাসিন্দা। দেহগুলির অধিকাংশই অর্ধদগ্ধ হয়ে গিয়েছিল। মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় কাতার প্রশাসন। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, মৃত ভারতীয়দের মধ্যে ২৩ জন কেরল, সাতজন তামিলনা়ড়ু, তিনজন উত্তরপ্রদেশ, দু’জন ওডিশা এবং একজন করে বিহার, পঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।

গত বুধবার ভোরে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। জানা যায়, ওই আবাসনে মূলত থাকেন শ্রমিকেরা, যাঁদের অধিকাংশই ভারতীয়। প্রথমে জানা গিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ৪৯। হাসপাতালে ভর্তি করানো হয় প্রায় ৫০ জনকে। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। খবর :উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News