অপারেশন সিঁদুরের গৌরবময় সাফল্যে বৃহস্পতিবার শিলচরে “তিরঙ্গা যাত্রা”

বরাক তরঙ্গ, ১৪ মে : ভারতীয় সেনাবাহিনীর অসীম সাহসিকতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে অপারেশন সিঁদুর যে সাফল্য অর্জন করেছে। তা সমগ্র দেশবাসীর গৌরবের বিষয়। এই গৌরবোজ্জ্বল সাফল্যের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে কাছাড় জেলার নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত হচ্ছে এক বিশেষ “তিরঙ্গা যাত্রা”। আগামীকাল ১৫ মে, বৃহস্পতিবার দুপুর ১২টায় কাছাড় জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বের হবে তেরঙ্গা যাত্রা। এই যাত্রায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে, দলমত নির্বিশেষে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান আহ্বায়ক নিখিল পাল।

যাত্রায় কাছাড় জেলার সব নাগরিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিজ নিজ ব্যানারসহ সকাল ১১-৪৫ মিনিটের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান।

অপারেশন সিঁদুরের গৌরবময় সাফল্যে বৃহস্পতিবার শিলচরে “তিরঙ্গা যাত্রা”

এই ঐতিহাসিক কর্মসূচিকে সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য নিখিল পালকে আহ্বায়ক করে এবং আরও সাতজন বিশিষ্ট ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে একটি আহ্বায়ক মণ্ডলী গঠন করা হয়েছে। আহ্বায়ক মণ্ডলিতে রয়েছেন বাবুল হোড়, তৈমুর রাজা চৌধুরী, শিবব্রত দত্ত, অসিত দত্ত, আশুতোষ রায়, বীরেশ ব্যানার্জি ও কুসুম কলিতা।
ফাইল ছবি।

Spread the News
error: Content is protected !!