ধর্ষণের মামলা তুলে না নেওয়ায় কুপিয়ে খুন কিশোরীকে

২২ নভেম্বর : ধর্ষণের মামলা তুলে নেওয়ার আর্জি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায়, জনসমক্ষে নির্যাতিতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল ধর্ষণে অভিযুক্ত যুবক। চাঞ্চল্যকর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের কৌশাম্বীতে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সোমবার। ২০২২ সালে ১৯ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় পবন নিষাদ নামের যুবককে। চলতি বছরে অক্টোবর মাসে সে জামিন পায়। জেল থেকে বেরিয়েই ধর্ষণের মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতাকে ও তাঁর পরিবারকে চাপ দিত পবন ও তার ভাই। সম্প্রতি তরুণীর বাড়িতে গিয়েও হুমকি দিয়েছিল। কিন্তু তাতেও মীমাংসা হয়নি।

সোমবার বাড়ি ফেরার পথে নির্যাতিতার উপর হামলা চালায় পবন ও তার তিন বন্ধু। দিবালোকে জনসমক্ষে তাঁকে কুপিয়ে খুন করে। তখন কেউই তরুণীকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্যাতিতার। পৈশাচিক ঘটনার পর থেকে পলাতক পবন ও তার বন্ধুরা। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Author

Spread the News