প্রয়াত হাইলাকান্দির প্রখ্যাত ফুটবলার রসরাজ ভট্টাচার্য শেষকৃত্য রবিবার

বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : হাইলাকান্দির সুপরিচিত ফুটবলার  রসরাজ ভট্টাচার্য আর নেই। শনিবার দুপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। বহুদিন থেকে অসুস্থ ছিলেন। এ দিন হাইলাকান্দি থেকে শিলচর নিয়ে যাওয়ার পথেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রেখে গেছেন  স্ত্রী, দুই কন্যা, জামাতা এবং  নাতি নাতনি সহ অসংখ্য গুনমুগদ্ধদের।

প্রয়াত ভট্টাচার্য একজন প্রাক্তন দমকল বাহিনীর আধিকারিক ছিলেন। হাইলাকান্দির দমকল বিভাগে স্টেশন ইনচার্জ হিসেবে তিনি ১৯৯৭ সালে অবসর গ্রহন করেন।  রসরাজবাবুর মূল পরিচয় ছিল মাঠের মানুষ হিসেবে। তিনি ষাট এবং সত্তর দশকের মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন। হাইলাকান্দির ওয়াইএমসি, শিলচরের টাইন ক্লাব সহ বিভিন্ন ক্লাবের হয়ে চুটিয়ে ফুটবল খেলেছেন। এছাড়াও এই  সুনামধন্য ফুটবলার অসমের আভিজাত্যপূর্ণ ফুটবল প্রতিয়োগিতা বরদলৈ  ট্রফিতেও দাপটের সঙ্গে খেলেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

তাঁকে এদিন শিলচর মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে বলে কন্যা বিশিষ্ট সঙ্গীত শিল্পী সর্বানী ভট্টাচার্য। রবিবার ছোট কন্যা বহিরাজ্য থেকে আসার পর হাইলাকান্দি মহাশসানে শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Author

Spread the News