রাতে বিছানায় স্ত্রীকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী

রাতে বিছানায় স্ত্রীকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী

বরাক তরঙ্গ, ১৯ মে : ত্রিপুরার কৈলাশহর লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতে চার ৪ নং ওয়ার্ডে ঘটে গেলো এক জঘন্য হত্যাকাণ্ডের ঘটনা। স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করলো স্বামী। হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। পলাতক খুনি স্বামী।

রাতে বিছানায় স্ত্রীকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী
পলাতক স্বামী।

ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার গভীর রাতে। এ নৃশংস ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড খিলেরবন্দ এলাকায়। জানা গেছে, লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌর আলি প্রায় ২০ বছর আগে ধলিয়ারকান্দি এলাকার ২নং ওয়ার্ডের মৃত গৌস আলির মেয়ে মিসরা বেগমকে বিয়ে করেন। বর্তমানে তাদের তিন পুত্রসন্তান রয়েছে। এরই মধ্যে  শনিবার রাত আনুমানিক তিনটা নাগাদ বিছানার মধ্যে তৌর আলি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার স্ত্রী মিসরা বেগমকে হত্যা করে। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই ঘটনা স্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ইরানি থানার ওসি যতীন্দ্র দাস ও ফরেন্সিক টিমের সদস্যরা সহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। পুলিশ মিসরা বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের পাঠিয়ে দেওয়া হয়।

রাতে বিছানায় স্ত্রীকে গলা কেটে হত্যা, পলাতক স্বামী
বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ।

এদিকে ঘটনার পর থেকে ঘাতক স্বামী তৌর আলি পলিয়ে গা ঢাকা দিয়েছে। তাকে আটক করতে পুলিশ চতুর দিকে  জাল বিছিয়েছে বলে জানা গেছে।

Author

Spread the News