বন বিভাগের অভিযান, আটক বনদস্যুর ঠাঁই হল জেল হাজতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : লোয়াইরপোয়া রেঞ্জের সংর‌ক্ষিত বনাঞ্চলে চুরি করে গাছ কাটার অভিযোগে আটক বনদস্যুকে বুধবার করিমগঞ্জ জেলার সিজিএম কোর্ট সপর্দ করলে আদালতের নির্দেশে তার ঠাঁই হল জেলা কারাগারে। ধৃতের নাম আব্দুল রজ্জাক বয়স (৫৩)। বা‌ড়ি ঝেরঝেরি এলাকার হাতাইয়ারবন্দ গ্রামে।

লঙ্গাই বিটের নবাগত বিট অফিসার প্রাঞ্জল দাস বিটের দায়িত্ব নিয়ে এক অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলে থেকে কিছু কাঠ চেরার সামগ্রী বাজেয়াপ্ত  করলেও বনদুস্যরা গা ঢাকা দিতে সক্ষম হয় বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, লঙ্গাই বিটের নবাগত বিট অফিসার প্রাঞ্জল দাস সোমবার এক দল বনকর্মীকে নিয়ে লঙ্গাই বিটের বাদশা‌হি রিজা‌র্ভের বইচাছড়া এলাকায় ডিউটিতে যায় তখন তাঁরা প্রত্যক্ষ করেন জনাকয়েক কাঠমাফিয়া মিলে জঙ্গলের মূল্যবান গাছ কাটছে। তাই ওদের ধরার জন্য বনকর্মীরা এগিয়ে গেলে বনদস্যুরা পালিয়ে যায়। অকুস্থ‌ল থেকে গাছ কাটতে ব্যবহৃত করাত বাজেয়াপ্ত করে নিয়ে আসেন বনকর্মীরা। পরবর্তীতে গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে লোয়াইরপোয়া রেঞ্জ অফিসার গৌতম টিমুংয়ের নেতৃত্বে লঙ্গাই বিটের বনকর্মীরা হাতাইয়ারবন্দ এলাকায় হানা দিয়ে একাণ্ডে জড়িত থাকার অভিযোগে আব্দুল রজ্জাককে তার বা‌ড়ি থে‌কে আটক করেন নিয়ে আসেন। পরে আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে লোয়াইরপোয়া বন বিভাগের পক্ষে ধৃতকে করিমগঞ্জ জেলা আদালতে সমঝে দিলে এদিনই আদাল‌তের নি‌র্দেশে তার ঠাঁই হয় জেলে। কারাঘরে। এদিনের অভিযানে  উপস্থিত ছিলেন লঙ্গাই বিট অফিসার প্রাঞ্জল দাস সহ অন্যান্য বনকর্মীরা।

পরিতোষ দেব,মবিক্রমজিত চক্রবর্তী, রাজু সিনহা, কদর আলি মজুমদার প্রমুখ। বিট অফিসার আরও এ কা‌ন্ডে জ‌ড়িত অন‌্যদের ধরতে বনকর্মীদের তদন্ত অব্যাহত রয়েছে। এহেন অভিযানে ব্যাপক সন্তোষ প্ৰকাশ করেছেন এলাকার পরিবেশ প্রেমী জনগণ।

Author

Spread the News