গোলের বন্যা আপার হিল নাগাখালের
শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৭ মে : গোলের বন্যা ভাসিয়ে দিল আপার হিল নাগাখাল। মঙ্গলবার কাবুগঞ্জ ফুটবল অ্য়াকাডেমি আয়োজিত নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টে নরসিংপুর এফসি-কে ৭-০ গোলের হারায় আপার হিল নাগাখাল এফসি। খেলার জোড়া গোল করেন হেডিং লালাম (১২ ও ২৮ মিনিট) ও জেকব লালাম (৪৫ ও ৫৬ মিনিট)। এ ছাড়া ২৩ মিনিটে গোল করেন লাস্টুজান লালাম, ৪৯ মিনিটে পল আমসি ও ৬২ মিনিটে প্রমিস সুলিং। এদিনের ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন জেকব লালাম। ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ বড়ভূইয়া, শঙ্কর ভট্টাচার্য ও জাফর বড়ভূইয়া।
আগামী বৃহস্পতিবার এনজি ক্লাব চান্দপুরের মুখোমুখি হবে এমকে আজাদ ইসলামাবাদ।
