এআইডিওয়াইও’র কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত, গঠিত নয়া কমিটি

বরাক তরঙ্গ, ২৭ মে : শিলচরে যুব সংগঠন এআইডিওয়াইও’র তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। মঙ্গলবার কাছাড় জেলা কমিটির আহ্বানে সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর ও কোষাধ্যক্ষ অঞ্জন মুখার্জি। এ দিন  শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে আয়োজিত সম্মেলনে মুখ্যবক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নিরঞ্জন নস্কর। তিনি যুবকদের সাম্প্রদায়িক মনোবৃত্তির উর্ধ্বে উঠে বেকার সমস্যার সমাধান সহ যুবকদের উন্নত নীতি নৈতিকতার ভিত্তিতে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কর্মসংস্থান না হ‌ওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদান, কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূণ্যপদে স্থায়ীকর্মী নিয়োগ করা, মদ-মাদক, অশ্লীলতা, সহ ঘৃন্য সাম্প্রদায়িক বিদ্বেষ বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ের বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি। তিনি এই বিষয়গুলো নিয়ে তীব্র যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন অঞ্জন মুখার্জি।

এআইডিওয়াইও’র কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত, গঠিত নয়া কমিটি

অঞ্জনকুমার চন্দের পৌরহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামদেও কুর্মী। সম্মেলনে দিলীপ কুমার রী কে সভাপতি, পরিতোষ ভট্টাচার্যকে সম্পাদক মনোনীত করে ২৪ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা দে এছাড়াও গণ সঙ্গীত পরিবেশন করেন গৌতম নন্দী।

এআইডিওয়াইও’র কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত, গঠিত নয়া কমিটি

এ দিন সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন করেন কাছাড় জেলা কমিটির সভাপতি অঞ্জনকুমার চন্দ। শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর, সর্বভারতীয় কমিটির কোষাধ্যক্ষ অঞ্জন মুখার্জি, জেলা সম্পাদক বিজিৎ কুমার সিনহা, সভাপতি অঞ্জনকুমার চন্দ, সহ-সভাপতি পরিতোষ ভট্টাচার্য প্রমুখ। সম্মেলনের দাবীগুলো নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এআইডিওয়াইও’র কাছাড় জেলা সম্মেলন অনুষ্ঠিত, গঠিত নয়া কমিটি

Author

Spread the News