লোকসভা নির্বাচনে জয়ী পাঁচ বিধায়ক, উপনির্বাচনের সম্ভাবনা

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জুন : লোকসভা নির্বাচনে জয়ী হলেন অসম বিধানসভার পাঁচ বিধায়ক। ফলে তাদের নির্বাচনী এলাকায় উপনির্বাচনের প্রয়োজন হবে। জয়ী প্রার্থীদের মধ্যে দুইজন বিজেপি, একজন কংগ্রেস, একজন অগপ ও একজন ইউপিপিএল দলের বিধায়ক ছিলেন।

ধলাই (সংরক্ষিত) আসনের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর (সংরক্ষিত) থেকে নির্বাচিত হয়েছেন। অনুরূপভাবে সামাগুড়ির বিধায়ক রকিবুল হোসেন ধুবড়ি থেকে, বিহালির বিধায়ক রঞ্জিত দত্ত তেজপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন। এ ছাড়া চিরাঙের বিধায়ক জয়ন্ত বসুমাতারি কোকরাঝাড় থেকে এবং বঙাইগাঁওয়ের বিধায়ক ফনীভূষন চৌধুরী বরপেটা থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। সেক্ষেত্রে ধলাই, বিহালি, সামাগুড়ি, চিরাঙ এবং বঙাইগাঁও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন হবে। 

এছাড়াও রাজ্যসভার সদস্য সর্বানন্দ সোনোয়াল এবং কামাখ্যা প্রসাদ তাসা  যথাক্রমে ডিব্রুগড় এবং কাজিরাঙ্গা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রেও আসাম থেকে রাজ্য সভার দুটি আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়বে। এবারের লোকসভা নির্বাচনে ধিংয়ের বিধায়ক আমিনুল ইসলাম নগাঁও লোকসভা কেন্দ্রে লড়ে পরাজিত হন।

Author

Spread the News