চলতি বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি, একাধিক রেকর্ড  ম্যাক্সওয়েলের

৭ নভেম্বর : অবিশ্বাস্য! দানবীয় ইনিংস। ১২৮ বলে ২০১ রানে অপরাজিত গ্লেন ম্যাক্সওয়েল।
এক পায়ে আফগানিস্তানের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করে শুধুমাত্র অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেন না ম্যাক্সওয়েল, করলেন একগুচ্ছ বিশ্বরেকর্ড। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে করলেন দ্বি-শতরান। চলতি বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন তিনি। প্রথম সবথেকে বেশি রান তাড়া করে জিতল কোনও দল।

বিধ্বংসী ইনিংসে ১০টি ছয়, ২১টি চার। শেষ ওভারে ৬, ৬, ৪, ৬। সব ফরম্যাটের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংসের মধ্যে থাকবে। বিশ্বকাপে যেকোনও অস্ট্রেলিয়ান ব্যাটারের সর্বোচ্চ রান। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় দ্বিশতরান।

Author

Spread the News