হাইলাকান্দিতে খেল মহারণ ২.০ এর ফাইনাল ইভেন্ট শুরু
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : হাইলাকান্দির এস এস কলেজের খেলার মাঠে বুধবার থেকে খেল মহারণ ২.০ ফাইনাল পর্বের ম্যাচগুলি শুরু হয়েছে। বুধবার ফাইনাল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী শনিবার পর্যন্ত এই ইভেন্ট গুলি চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়ে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে বলেন, জেলায় খেল মহারণ ২.০ আয়োজনের ফলে সমগ্র জেলায় ক্রীড়ার পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং এডিসি রক্তিম বড়ুয়া প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। উল্লেখ্য, এর আগে জেলায় জিপি স্তরে এবং বিধানসভা কেন্দ্রে স্তরে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করে ফাইনাল পর্বে প্রতিযোগিরা প্রবেশ করে।
ফাইনাল পর্বের ম্যাচগুলিতে সব মিলিয়ে প্রায় হাজার খানেক প্রতিযোগী অংশ নিচ্ছেন।বুধবার অ্যাটলেটিক এবং কাবাডি ইভেন্ট গুলি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ফুটবল এবং চেস-এর ইভেন্টের আয়োজন করা হয়েছে। এরপর শুক্রবার ভলিবল এবং রোড সাইক্লিং এবং শনিবার সুইমিং সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে।