নাচে-গানে পঞ্চম বর্ষপূর্তি উদযাপন বহ্নিশিখা অ্যাকাডেমির
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : বহ্নিশিখা অ্যাকাডেমি শিলচরের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্থানীয় গান্ধি ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে রবীন্দ্র ও নজরুল গীতি সহ নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন আয়োজক সংস্থা সহ বিভিন্ন অ্যাকাডেমির সদস্যরা। অনুষ্ঠানে এ অঞ্চলের দু’জন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজ সেবি স্বর্ণালী চৌধুরী, ডঃ সাহিন আহমেদ বড়ভূইয়া, আলিফ উদ্দিন তালুকদার, মনোরঞ্জন মালাকার নবনীতা দে, দিপীকা রায়, সঞ্চালী ভট্টাচার্য, দীপ্তাঙ্গণ গোস্বামী, মনোজীৎ দাস, মোমিতা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।