গৃহবধুকে হত্যা করে লাশ গায়েব করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা পরিবারের

বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : স্ত্রীকে খুন করে লাশ গায়ের করেছেন স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগে তুলল মহিলার মা। উধারবন্দের ঝাঁপিরবন্দ দ্বিতীয় খণ্ডে গৃহবধূ সালেমা বেগম লস্করকে মারপিঠ করে হত্যা করার পর তাঁর মৃতদেহ গায়েব করার অভিযোগ এনে স্বামী সুয়েল আহমেদ লস্করের বিরুদ্ধে বুধবার উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করল সালেমা বেগমের মা এলাসুন নেসা মজুমদার।
মামলা দায়েরের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাসুন নেসা মজুমদার ও তাঁর স্বামী আফতাব উদ্দিন মজুমদার জানান, একই এলাকার বাসিন্দা সুয়েল আহমেদ লস্করের সঙ্গে বিগত সাত বছর আগে বিয়ে হয়েছিল সালেমা বেগম লস্করের। এবং বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা গৃহবধূর উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছে। যৌতুক ও নগদ অর্থ দাবি করে সালেমা বেগমকে তিন চার বছর যাবৎ ঘরে আটকে রেখে স্বামী সুয়েল আহমেদ লস্কর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলেও এদিন অভিযোগ করেন।

আরও জানান, গত ১১ ডিসেম্বর গৃহবধূ সালেমা বেগম লস্করকে বেধড়ক মারপিঠ করছেন স্বামী সুয়েল আহমেদ। পরদিন ১২ ডিসেম্বর সালেমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে শাশুড়ি সালেমা বেগমের ঘরে গিয়ে তাঁর মাকে জানায় সালেমা বেগম কোথাও পালিয়ে গিয়েছে। এই খবর পাওয়া মাত্রই সালেমার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোন সন্ধান পাননি। বিগত তিনদিন থেকে নিখোঁজ গৃহবধূ সালেমা বেগমের কোন খবর না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে স্বামী সুয়েল আহমেদ লস্কর তাঁর স্ত্রী মারপিঠ করে হত্যা করে তাঁর মৃতদেহ গায়েব করার অভিযোগ এনে বুধবার সুয়েল আহমেদ লস্করের বিরুদ্ধে উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করে সুবিচার দাবি করেন এলাসুন নেসা মজুমদার।

Author

Spread the News