স্কুলে মারপিট ঘটনায় ছেলের মৃত্যুর দু’মাস পরও সুবিচার পায়নি পরিবার
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : স্কুলে মারপিট ঘটনায় ছেলের মৃত্যুর প্রায় দু’মাস অতিক্রান্ত হলেও স্কুল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়া ক্ষোভ ব্যক্ত করেন মৃত পড়ুয়ার অভিভাবকরা। রবিবার সাংবাদিকদের ডেকে পুরো ঘটনা তুলে ধরেন মৃত প্রসেনজিৎ দাসের বাবা চিরঞ্জিত দাস ও মা মিনতি দাস বলেন, গত বছর ২৫ নভেম্বর প্রতিদিনের ন্যায় কলেজ রোডের নিরঞ্জন পাল ইনস্টিটিউট-র পড়ুয়া দশম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ স্কুলে যায় এবং অজ্ঞাত কারণবশত সেই স্কুলেরই ছাত্রের সঙ্গে প্রসেনজিতের বচসা হয়, মারপিটের ফলে প্রসেনজিতের ঘাড়ে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে এবং বমি করে, এই অবস্থা দেখে স্কুলের কয়েকজন ছাত্র তাঁকে ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর ঘরে ফিরিয়ে দিয়ে যায়। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে, চিকিৎসকের পরামর্শে তাঁকে ১৭ ডিসেম্বর নিয়ে যান গুয়াহাটির জিএনআরসি হাসপাতালে।
সেখানে চিকিৎসা চলাবস্থায় ২৪ ডিসেম্বর প্রসেনজিৎ দাসের মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু আজ অবধি নিরঞ্জন পাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা কোনও ধরনের উপযুক্ত ব্যবস্থা নেননি। তাঁরা তাঁদের একমাত্র ছেলে প্রসেনজিৎ দাসের মৃত্যুর বিষয়টি নিয়ে বারবার স্কুল কর্তৃপক্ষ ও অন্যান্য স্টাফদের সঙ্গে দেখা করতে গেলে উনারা বিষয়টি নিয়ে কোনও ধরনের গুরুত্ব দেননি।

বাবা চিরজ্ঞিৎ দাস বলেন, বিষয়টি নিয়ে তিনি ন্যাশনাল হাইওয়ে থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি জেলা প্রশাসনের কাছে সুবিচার চাইলেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত শ্রীধর দাস, অজয় দাস, অনিল দাস, সারদা দাস, পিন্টু দাস, রিনা দাস, প্রমিলা দাস, জয় দাস সহ অন্যান্যরা।

