চেন্নাইয়ে মৃত শ্রমিকদের পরিবারকে ওয়ার্ক ম্যান কম্পেনসেশন আইনের আওতায় ক্ষতিপূরণ প্ৰদানের দাবি

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : গত ৩০ সেপ্টেম্বর তারিখে তামিলনাডুর থিরুভাল্লু জেলার মিঞ্জোর নামক জায়গায় নৰ্থ চেন্নাই তাপ বিদ্যুৎ প্ৰকল্পে কৰ্মরত অবস্থায় দুৰ্ঘটনাগ্ৰস্ত হ‌ওয়ার ফলে অসমের কাৰ্বি আংলং এবং হোজাই জেলার ৯ জন পরিযায়ী শ্ৰমিকের মৃত্যুতে এআইইউটিইউসি (AIUTUC) ‘র অসম রাজ্য কমিটি গভীর শোক প্ৰকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

এক প্ৰেস বিবৃতিতে সংগঠনের রাজ্য কমিটি মত ব্যক্ত যে রাজ্যের ভয়াবহ বেকার সমস্যা সমাধানের জন্যে স্বাধীনতার পর থেকেই কোনও রাজ্য সরকার ব্যাপক উদ্যোগীকরণের কোনও ব্যবস্থা গ্রহণ না করার ফলে আজ প্ৰতিদিন‌ই লক্ষ লক্ষ শ্ৰমিক কৰ্মসংস্থানের জন্যে বিভিন্ন রাজ্যে পারি দিচ্ছে এবং সেই সব রাজ্যে কর্মস্থলে নিরাপত্তা অভাবের কারণে শ্রমিকরা মৃত্যুর সন্মুখীন হচ্ছে। বেকার যুবকদের কর্মসংস্থান প্রদানের ক্ষেত্ৰে উপযুক্ত কাৰ্যকরী পদক্ষেপ না করার ফলে অসম থেকে শ্ৰমিকরা কাজের সন্ধানে অন্যান্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে।

অন্যদিকে, রাজ্যের বাইরে কত শ্রমিক কোন জায়গা থেকে যাচ্ছে তার‌ও কোনও সঠিক হিসেব সরকারের কাছে না থাকাটা রাজ্য সরকারের ব্যৰ্থতাকেই উন্মুক্ত করে দিচ্ছে। এই বিবৃতিতে সংগঠনের রাজ্য কমিটি মৃত সকল শ্ৰমিকদের নিকট আত্মীয়দের পৰ্যাপ্ত আৰ্থিক সাহায্য এবং পরিবারের এক জনকে আসাম সরকারের চাকরি প্রদানের ব্যবস্থা করার দাবি জানানোর পাশাপাশি ওয়ার্ক ম্যান  কম্পেনসেশন আইনের আওতায় প্ৰকল্প ও নিৰ্মাণ কোম্পানি যাতে উপযুক্ত ক্ষতিপূরণ প্ৰদান করে তার ব্যবস্থা করার জন্যেও দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে রাজ্যে বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যাপক উদ্যোগীকরণ করা এবং মিঞ্জোরের দুৰ্ঘটনার উচিত তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্ৰদানের‌ও দাবি জানানো হয়। সংগঠনের পক্ষে প্রমোদ ভাগবতী এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।

Spread the News
error: Content is protected !!