পাক সেনার কনভয়ে বিস্ফোরক বোঝাই বাহনের ধাক্কা, নিহত ১৩

২৮ জুন : পাক সেনার কনভয়ে ফের আত্মঘাতী বিস্ফোরণ (Suicide bombing)। শনিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায়। ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৩ পাক সেনা। আহত হয়েছেন অন্তত ২৯ জন।

উত্তর ওয়াজিরিস্তানের এক স্থানীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে পাক সেনার কনভয়ে ধাক্কা দেয় এক আত্মঘাতী বোমা হামলাকারী। বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ পাক সেনা জওয়ান। আহত হয়েছেন অন্তত ১০ সেনা জওয়ান এবং ১৯ জন সাধারণ নাগরিক। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, দু’টি বাড়ির ছাদ ধসে গিয়েছে। তাতে ছ’জন শিশুও আহত হয়েছে।

যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে। তাছাড়াও সম্প্রতি পাকিস্তানজুড়ে বিশেষত খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে জঙ্গি সক্রিয়তা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। গত মার্চেই দক্ষিণ ওয়াজিরিস্তানের জান্দোলা চেকপোস্টের কাছে সেনাশিবির লক্ষ্য করে হামলা চালিয়েছিল টিটিপি। এরপরই যদিও অভিযানে নেমে ১০ জন টিটিপি জঙ্গিকে খতম করে পাক সেনা। ওই মাসেই বালোচ লিবারেশন আর্মি গুডালার এবং পিরু কুনরির কাছে জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে ২১ জন যাত্রী এবং চার জন আধাসেনা জওয়ানকে হত্যা করে।

পাক সেনার কনভয়ে বিস্ফোরক বোঝাই বাহনের ধাক্কা, নিহত ১৩
Spread the News
error: Content is protected !!