ভেস্তে গেল আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জরুরি সভা
বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নানা সমস্যা নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় নিটফল শূণ্য। উত্তর ত্রিপুরার বাগবাসা মিশনটিলাস্থিত আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চলমান নানা সমস্যা নিয়ে বুধবার এক জরুরি সভা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটির প্রেক্ষাগৃহে। সভার শুরুতে বাগবাসা থানা পুলিশের উপস্থিতিতে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সঙ্গে ছাত্র অভিভাবকদের জরুরি বৈঠকে কোন সমাধান সূত্র বের না হওয়াতে পরিস্থিতি জটিল আকার ধারন করে। পরে সেখানে উপস্থিত হন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার সহ ডিসিএম।
শেষে তাদের দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এতেও কোন সমাধান সূত্র বের হয়নি। এরপরই ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য প্রস্তাব রাখেন। এতে সভাস্থ সকলে সম্মতি প্রদান করেন।তবে নির্ধারিত এই সভার দিনক্ষণ এখনও ধার্য্য হয়নি। ফলে বুধবারের আহুত জরুরি সভাটি ভেস্তে যায়।