বিনামূল্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেবেন বাজারিছড়ার ই-রিকশা মালিকরা

বরাক তরঙ্গ, ২ মার্চ : শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এলেন বাজারিছড়ার ই-রিকশা মালিকরা। করিমগঞ্জ জেলার দক্ষিণ প্রান্তের অসম-মিজোরাম ত্রিপুরা সীমান্ত এলাকার বাজারিছড়ার  ই-রিকশা মালিকেরা তাদের ব্যক্তিগত উদ্যোগে এলাকার পরীক্ষার্থীদের সুবিধার্তে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সেন্টার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে টুকটুক চালক ও মালিকেরা জানান, প্রতি জন ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষা অতি গুরুত্বপূৰ্ণ। তাই তারা এই পিছপড়া প্রত্যন্ত অঞ্চলে দুরদূরান্তের অনেক ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিতে কেন্দ্রে আসতে হয়। এতে প্রায় সময় নির্দিষ্ট সময়ের মধ্যে সেন্টারে পৌঁছাতে পারেনি। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার তারা পরীক্ষার্থীদের সময় মত পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য এমন সিদ্ধান্ত নিয়েছে। সিদ্বান্ত মতে শিবেরগুল মহাবীর পাব্লিক হাইয়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষার সেন্টারের পরীক্ষার্থীদেরকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া জন্য তারা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। বাজারিছড়া জিপির এলাকার বিভিন্ন গ্রাম সহ যে সব পরীক্ষার্থী বাজারিছড়া মটর স্ট্যান্ডে থাকবেন এদের তাঁরা যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবেন। আর এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে বলে জানান। তবে এই সুবিধা শুধুমাত্র পরীক্ষা দিতে যাবার বেলা থাকবে। পরীক্ষা শেষে যে যার মত করে ফিতে হবে বলে জানিয়েছেন চালক ও মালিকরা।

বিনামূল্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেবেন বাজারিছড়ার ই-রিকশা মালিকরা

তারা এও জানিয়েছেন আগামীকাল শুক্রবার প্রথম পরীক্ষার দিন যে সকল পরীক্ষার্থীদের তারা পরীক্ষা কেন্দ্রে পৌছে দেবেন তাদেরকে একটি করে কলম উপহার দেবেন। এক সাক্ষাৎ কারে এমন কথা জানিয়েছেন স্থানীয় ই-রিকশা মালিক ও চালকরা। এই বার্তলাপের সময় মালিক ও চালকদের মধ্যে ছিলেন পম্পু নাগ, বরুণ দত্ত, কৌশিক পাল, দীপন দাস, পরিন্দ্র দাস, শুভ দাস, মিটন পাল, প্রণবানন্দ আচার্য, পিকলু দাস, সামিম উদ্দিন, আসাব উদ্দিন প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News