পেটে গুলি নিয়ে ১৫ জন যাত্রীর প্রাণ বাঁচালেন চালক

৮ ডিসেম্বর : পেটে গুলি লাগা অবস্থায় বেশ কয়েক কিলোমিটার গাড়ি ছুটিয়ে প্রায় ১৫ জন যাত্রীর প্রাণ বাঁচালেন গাড়িচালক। ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুর জেলায়। আহত ওই গাড়িচালকের নাম সন্তোষ সিং। সূত্রের খবর, এদিন একটি অনুষ্ঠান বাড়ি থেকে এই যাত্রীদের নিয়ে ফিরছিলেন সন্তোষ। এই সময় ঝাউ গ্রামের কাছে দুই বাইক আরোহী দুষ্কৃতী তাঁদের গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। গাড়ি না থামানোয় গাড়ি লক্ষ করে গুলি ছোড়ে ওই দুষ্কৃতীরা। গুলি এসে লাগে সন্তোষের পেটে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ওই অবস্থাতেই গাড়ি ছোটান তিনি। বেশ কয়েক কিলোমিটার এই ভাবে গাড়ি চালানোর পরে একটি নিরাপদ জায়গায় এসে গাড়ি থামান। এই সময়ের মধ্যেই গাড়ির যাত্রীরা পুলিশে খবর দিয়ে দেয়।

এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে অস্ত্রপচার করে তাঁর সেই গুলি বের করে দেওয়া হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহত ওই গাড়িচালকের পরিবারের তরফে পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পেটে গুলি নিয়ে ১৫ জন যাত্রীর প্রাণ বাঁচালেন চালক

Author

Spread the News