শিশুদের হাতে সবুজ ভবিষ্যতের স্বপ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করল মাতৃভূমি সংস্থা

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৫ জুন : “সবুজ পরিবেশই আপনার মন চিরসবুঝ রাখতে পারে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল মাতৃভূমি সংস্থা। ধলাই ফরেস্ট ভিলেজ অঞ্চলে এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হল।

মাতৃভূমি সামাজিক সংস্থার উদ্যোগে ধলাই গুরুদয়ালপুর ফরেস্ট ভিলেজ রোড থেকে খাসিয়া পুঞ্জি রাস্তার পাশে গাছের চারা রোপণ করা হয়। এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল শিশুদের সক্রিয় অংশগ্রহণ। আগামী প্রজন্মের হাতে গাছের চারা তুলে দিয়ে মাতৃভূমি তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছে। রোপণ করা চারাগাছগুলো সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থাও নিয়েছে সংস্থা।

শিশুদের হাতে সবুজ ভবিষ্যতের স্বপ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করল মাতৃভূমি সংস্থা

বৃক্ষরোপণ শেষে সংবাদমাধ্যমকে মাতৃভূমি সংস্থার সভাপতি সিতাংশু দাস জানান, “প্রতি বছরের মতো এবারও আমরা চারা রোপণ করেছি। তবে এবার এক ব্যতিক্রমী কার্যসূচীর মাধ্যমে শিশুদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।” এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী লীলা পুরকায়স্থ, সম্পাদক অসুক কুমার দাস, কোষাধ্যক্ষ বাপ্পা পাল, শীখা লস্কর, এলমিন খাসিয়া সহ বহু কচিকাঁচা। মাতৃভূমি সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের সকল স্তরের মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

Spread the News
error: Content is protected !!