আফগানদের স্বপ্ন অধরা, নয়া ইতিহাস দক্ষিণ আফ্রিকার

২৭ জুন : বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে নতুন ইতিহাস রচনা হল। প্রথমবার পুরুষদের সিনিয়র পর্যায়ে কোনও ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়া ব্রিগেড। আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছল দক্ষিণ আফ্রিকা।

এতদিন ‘চোকার্স’ বদনাম কুড়িয়ে আসা প্রোটিয়ারা টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে চূড়ান্ত একপেশে ম্যাচে অনায়াস জয় পেল। প্রথমে ব্যাটিং করতে নেমে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে সেই টার্গেট পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

সুপার এইট পর্যায়ের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ লড়াই করে প্রথমবার টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে আফগানিস্তান। এখানেই রশিদ খানদের লড়াই থেমে গেল। আর এগোতে পারলেন না তাঁরা। হয়তো প্রথমবার এরকম বড়মাপের ক্রিকেট টুর্নামেন্টের সেমি-ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ার পর আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন রহমানউল্লাহ গুরবাজ, নবীন-উল-হকরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজমাতুল্লাহ ওমরজাই (১০) ছাড়া আফগানিস্তানের অন্য কোনও ব্যাটার ২ অঙ্কের রান করতে পারলেন না। এর ফলেই প্রথমবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেল।

টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে বোলারদের জন্যই জয় পেল দক্ষিণ আফ্রিকা। ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তাবরেজ শামসি। ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন মার্কো জ্যানসেন। ৭ রান দিয়ে ২ উইকেট নেন অ্যানরিক নর্খিয়ে। ১৪ রান দিয়ে ২ উইকেট নেন কাগিসো রাবাডা। রান তাড়া করতে নেমে ওপেনার কুইন্টন ডি কক (৫) দ্রুত আউট হয়ে গেলেও, ২৯ রানে অপরাজিত থাকেন অপর ওপেনার রিজা হেনড্রিকস। ২৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক এইডেন মার্করাম।

Author

Spread the News