বায়োপসি করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেললেন চিকিৎসক, মামলা

বরাক তরঙ্গ, ৪ জুলাই : ভুল চিকিৎসা করার অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণিপুর রাজ্যের এক অসহায় রোগী। বৃহস্পতিবার শিলচর শহরতলীতে এক সাংবাদিক বৈঠকে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যায় বিচারের দাবিতে অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এক রোগী। এদিন সাংবাদিক বৈঠকে মণিপুর রাজ্যের জিরিবাম থানা অধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা অসহায় রোগী আতিকুর রহমান জানান, মুত্রনালিতে ইনফেকশন হওয়ায় চিকিৎসা করার জন্য শিলচর আরই হসপিটালে আসেন। এখানে চিকিৎসক বায়োপসি করার নামে অজ্ঞান করে পুরো পুরুষাঙ্গ কেটে ফেলেন। তিনি নিজেও ব্যান্ডিস খুলার পর দেখেন তাঁর পুরো পুরুষাঙ্গ কাটা রয়েছে। এনিয়ে চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে কথা বললে কেউ সদুত্তর দেননি। পরে অপারেশনের সেলাই কাটার জন্য যোগাযোগ করলে উল্টো হুমকি ধমকি দেওয়া হয়। কিন্তু কোনও হাসপাতালে চিকিৎসা না করে ডাক্তাররা বলেন, যেখানে অস্ত্রোপ্রচার করেছো সেখানে গিয়ে সেলাই কাটতে। এতে বাধ্য হয়ে যোগাযোগ করলে কোনও সাড়া পাননি। ফলে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঘুংগুর থানায় মামলা দায়ের করেছেন। চিকিৎসক ভুল চিকিৎসা করে জীবনকে ধ্বংস করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।

অসহায় রোগীর স্থানীয় জিপি সভাপতি ফয়েজ আহমেদ, ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজবড়ভূইয়া, বাহার উদ্দিন সহ রোগীর আত্মীয়রা জানান, শিলচরের একাংশ বেসরকারি হাসপাতাল ও কিছু চিকিৎসক স্বাস্থ্য সেবার নামে কসাইখানা গড়ে তুলেছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিরীহ রোগীদের হয়রানি দিন দিন বাড়বে।
তবে হাসপাতার কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।

বায়োপসি করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেললেন চিকিৎসক, মামলা

Author

Spread the News