রাধামাধব কলেজে ‘নিযুত মইনা’ প্রকল্পের প্র-পত্র বণ্টন
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : বুধবার রাজ্যের উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অধ্যয়ণরত ছাত্রীদের উচ্চ শিক্ষার সুবিধার্থে অসম সরকারের দ্বারা বাস্তবায়ন করা অভিলাষী প্রকল্প “নিযুত মইনা ২,.০” প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা । সেই সঙ্গে তিনি আনুষ্ঠানিক ভাবে ছাত্রীদের হাতে নিযুত মইনার প্র-পত্রও তুলে দেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর রাধামাধব কলেজ কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

এদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরহিত্যে রাধামাধব কলেজ অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মুখ্য অতিথি শিলচরের সাংসদ প্রতিনিধি আইনজীবি অমরেন্দ্র পাল, কাছাড় জেলা স্কুল উপ-পরিদর্শক ইকবাল হোসেন বড়ভূইয়া, কলেজ অধ্যক্ষ অরুন্ধতী দত্ত চৌধুরী সহ অন্যান্যরা উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরের ছাত্রীদের হাতে নিযুত মইনা প্রকল্পের প্র-পত্র তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজ নিযুত ময়না প্রকল্পের নোডাল টিচার ড. স্বর্ণালী রায় চৌধুরী ।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইনজীবি অমরেন্দ্র পাল বলেন, নিযুত মইনা প্রকল্প মূখ্যমন্ত্রীর তরফে ছাত্রীদের জন্য একটা সম্মান। ছাত্রীদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে রয়েছে সেটাকে প্রকাশ্যে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা। আর্থিক অনটনের অভাবে কোন ছাত্রী যাতে পড়াশোনা থেকে বঞ্চিত না হয় এবং তারা যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজের পরিবার, সমাজ তথা রাষ্ট্রের হিতে কাজ করতে পারে তারজন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। অমরেন্দ্রবাবু আরও বলেন, ভারতবর্ষ যখন স্বাধীনতার একশো বছর পূর্ণ করবে তখন ভারতবর্ষ যাতে উন্নত রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায় এবং বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হতে পারে তার লক্ষ্যে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে ছাত্র ছাত্রীদের সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। বর্তমানে সময়ে আসামে বিজেপি সরকারের নেতৃত্বে মেধার ভিত্তিতে চাকুরি হচ্ছে সেকথাও উল্লেখ করেন অমরেন্দ্রবাবু। শুরুতে স্বাগত বক্তব্যে নিযুত ময়না প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী ।