কচিকাঁচাদের মধ্যে বস্ত্র বণ্টন ভোরের পাখির

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : পুজো উপলক্ষে বস্ত্র বণ্টন করলেন ধোয়ারবন্দ বিনোদনগরের শিশু সংস্থা ভোরের পাখির সম্পাদক জয়া মিশ্র। বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কচিকাঁচাদের হাতে বস্ত্র তুলে দেন তিনি। এতে উপস্থিত ছিলেন স্বপন তাঁতী, বিষ্ণু রভিদাস, সুরজ যাদব, অভিজিৎ চক্রবর্তী, কানুল লোহার সহ অনেকে। উল্লেখ্য, প্রতিবছরই জয়া মিশ্র কচিকাঁচাদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকেন। এ বছরও তার কোন ব্যতিক্রম হয়নি।

কচিকাঁচাদের মধ্যে বস্ত্র বণ্টন ভোরের পাখির
কচিকাঁচাদের মধ্যে বস্ত্র বণ্টন ভোরের পাখির

Author

Spread the News