আরব সাগরে তৈরি হওয়া ‘বিপর্যয়’ শক্তিশালী রূপ নিচ্ছে

৮ জুন : ঘূর্ণিঝড় বিপর্যয় আরব সাগরে তৈরি হচ্ছে। ইতি মধ্যেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বুধবার অতিশক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। এই মুহূর্তে এর অবস্থান গোয়া থেকে ৮৫০ কিলোমিটার পশ্চিমে এবং এটি উত্তর দিকে অগ্রসর হতে পারে বলে জানা গিয়েছে। আর এরই জেরে কেরালাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা প্ৰবেশ করতে চলেছে।

IMD-র তরফে ডি শিবানন্দ পাই বলেন, “কেরালাতে ভালো বৃষ্টিপাত হচ্ছে এবং বাতালের গতিবেগ ও অনুকূল। তবে এই সাইক্লোন বর্ষার উপর কোনও প্রভাব বিস্তার করবে কিনা তা জানার জন্য আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। “উল্লেখ্য, কার্যত দাবদাহে নাজেহাল বাংলা। এই পরিস্থিতিতে আরব সাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় বিপর্যয়। তা শক্তিসঞ্চয় করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের একাংশের কথায়, গুজরাটে আছড়ে পড়তে পারে বিপর্যয় এবং ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটারের আশেপাশে। সতর্ক মহারাষ্ট্র প্রশাসনও। জানা গিয়েছে, বিপর্যয়ের জন্য থানে, মুম্বই, পালঘরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

আরব সাগরে সৃষ্ট এই সাইক্লোনটির নাম রেখেছে বাংলাদেশ। ভারতের পাশাপাশি এই সাইক্লোনটির প্রভাব পড়তে পারে করাচিতে, জানা গিয়েছে এমনটাই।

এদিন থেকে মহারাষ্ট্র, গোয়া ও গুজরাটে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বিপর্যয়ের জেরে বর্ষা প্রবেশের সম্ভাবনা থাকছে শীঘ্রই আবহাওয়াবিদদের মন্তব্য অনুযায়ী, বিপর্যয়ের কোনও প্রভাব সেভাবে গোয়াতে পড়বে না।

Author

Spread the News