রামনগর সড়ক দুর্ঘটনা : স্ত্রী-ছেলের পর মৃত্যু নিয়ারুল হকের, মৃতের সংখ্যা বেড়ে ৪

বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : শিলচর রামনগরে সড়ক দুর্ঘটনায় আরও এক জনের মৃত্যু ঘটল। দুর্ঘটনায়  স্ত্রী ও আট বছরের শিশুপুত্রকে হারানোর পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন নিয়ারুল হক (৪৪) হক।  এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারে দাঁড়াল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে ভয়ঙ্কর দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে  মা ও শিশুর। গুরুতর অবস্থায় মেডিক্যালে ভর্তি করা হয় নিয়ারুল হক (৪৪) হক ও অপর এক যুবতী অমৃতা নাথ।

টানা চারদিন শিলচর মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে প্রাণ হারালেন নিয়ারুল হক (৪৪)। শনিবার সকালে মৃত্যু ঘটে অমৃতা নাথের। শনিবার রাত ১২-১০ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন নীহারুল হক। তাঁর স্ত্রী আফসানা বেগম (৩৫) ও ১২ বছরের শিশু পুত্র তামিম আহমদের মৃত্যু হয় দুর্ঘটনার দিনই।

রামনগর সড়ক দুর্ঘটনা : স্ত্রী-ছেলের পর মৃত্যু নিয়ারুল হকের, মৃতের সংখ্যা বেড়ে ৪

উল্লেখ্য, আফসানা বেগমরা শ্রীকোনা ডেইলি বাজারের বাড়িতে ফেরার পথে  অন্য গাড়িতে করে শিলচরে এসে অটোতে উঠেন। ওই অটোর সওয়ারি হন শ্রীকোণা আইটিআই-র ছাত্রী অমৃতা নাথও।

রামনগর সড়ক দুর্ঘটনা : স্ত্রী-ছেলের পর মৃত্যু নিয়ারুল হকের, মৃতের সংখ্যা বেড়ে ৪

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঠিক কিভাবে ঘটনাটা ঘটেছে তার কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে দেখা গেছে অভিশপ্ত অটো গাড়িটি দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থায় লেগে রয়েছে রড বোঝাই একটি ছোট গাড়ির সঙ্গে।আর কাছেই ছিল মাটি বোঝাই একটি টিপার।

Spread the News
error: Content is protected !!