আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬১০ এ দাঁড়ালো

১ সেপ্টেম্বর : আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ৬১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ১৩০০-রও বেশি মানুষ। রবিবার রাত ১২টা ৪৭ মিনিট নাগাদ হঠাৎই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০, যা আতঙ্ক ছড়িয়েছে আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান ও ভারতের বেশ কিছু অঞ্চলেও। কুনার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে,

এদিকে, আফগানিস্তানে ভূমিকম্পের জেরে পাকিস্তান ও উত্তর ভারতেও কম্পন অনুভূত হয়। দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে বেশ জোরাল কম্পন অনুভূত হয়েছে বলেই জানা গিয়েছে। বাড়িগুলি থরথর করে কাঁপতে শুরু করে। বাসিন্দারা আতঙ্কে মধ্য রাতে রাস্তায় বেরিয়ে আসেন।

Spread the News
error: Content is protected !!