জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু ৩৯ জনের, পরিবারকে ২০ লক্ষ দেওয়ার ঘোষণা

২৮ সেপ্টেম্বর : রাজনৈতিক মিছিল পরিণত হল ‘মৃত্যুমিছিলে’। অভিনেতা-রাজনীতিক বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৩৯ জনের। আহত আরও কমপক্ষে ১০০ জন। এই ঘটনার পরই শোরগোল পড়ে গিয়েছে। জনগণের রোষের মুখে পড়তে হতে পারে, এই ভয়েই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বিজয়ের বাড়িতে।

জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু ৩৯ জনের, পরিবারকে ২০ লক্ষ দেওয়ার ঘোষণা

উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমকে স্ট্যালিনের। উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী মোদিও।

ঘটনা তামিলনাড়ুর কারুর এলাকার। সেখানে তামিলাগা ভেটরি কাজাগম বা টিভিকে তরফে একটি জনসভার আয়োজন করেছিলেন দলের প্রতিষ্ঠাতা তথা অভিনেতা থলপতি বিজয়। তাঁর জনসভাতেই তৈরি হল হুড়োহুড়ি।

এক্সে একটি পোস্টে অভিনেতা-রাজনীতিবিদ বলেছেন, ‘এই যন্ত্রণা প্রকাশের ভাষা নেই আমার। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের জন্য এটা অপূরণীয় ক্ষতি। প্রিয়জনকে হারিয়েছে এমন পরিবারকে ২০ লক্ষ এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। যাঁরা চিকিৎসাধীন তাঁরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।’

এর আগে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ এবং আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু ৩৯ জনের, পরিবারকে ২০ লক্ষ দেওয়ার ঘোষণা

বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার মাত্রারিক্ত ভিড়ের কারণেই জনসভায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। মিছিল শুরু হতেই তৈরি হয় হুড়হুড়ি। ঘটে পদপিষ্টের ঘটনা। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। কেউ আবার জ্ঞান হারান। কারওর আবার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ইতিমধ্য়ে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Spread the News
error: Content is protected !!