ত্রিপুরার কমলাসাগর দুর্ঘটনায় মৃত দম্পতির দেহ বাড়িতে পৌছলে কান্নার রোল, আত্মসমর্পণ ঘাতক চালক

যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : ত্রিপুরার কমলাসাগরের পথে ভয়ানক দুর্ঘটনায় খোয়াইয়ের দম্পতি দিবাকর ঘোষ ও প্রিয়ঙ্কা ঘোষের মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়ির চালক আত্মসমর্পণ করল। ঘটনার পর থেকে পলাতক থাকা অভিশপ্ত ইকো গাড়ির চালক জীবন দেবনাথ (কিশোর) সোমবার সকালে তেলিয়ামুড়া থানায় এসে আত্মসমর্পণ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক দশটা নাগাদ জীবন দেবনাথ নিজে থেকেই থানায় এসে এই ভয়াবহ দুর্ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। তার আত্মসমর্পণের পরেই পুলিশ তাকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, রবিবার বিকেলে কসবেশ্বরী কালীমন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে বিশালগড়ের গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির ইকো গাড়ির সঙ্গে তাঁদের স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় প্রাণ হারান খোয়াইয়ের বাসিন্দা, ব্যাংক ম্যানেজার দিবাকর ঘোষ এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ।

এদিকে, গতকাল নিহত দম্পতির নিথর দেহ খোয়াইয়ে তাঁদের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয়-পরিজন সহ গোটা এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। একটি সাজানো সংসার তছনছ হয়ে যাওয়ায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Spread the News
error: Content is protected !!