বরাক নদী থেকে অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : বরাক নদীর শিলচর অন্নপূর্ণা ঘাট থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হল। শুক্রবার দুপুরে শিলচর অন্নপূর্ণা ঘাট বরাক নদীতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তারাপুর আউট পোস্টে খবর দেন। তারাপুর থানার পুলিশ সহ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে বরাক নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায়।