শিলচরে ‘কবিপ্রণাম’ দিয়ে শুরু দিনভর অনুষ্ঠানের

বরাক তরঙ্গ, ৮ মে : বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী পালন হল শিলচরে। বুধবার ‘২৫ শে বৈশাখ’ কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। শিলচরে ইন্ডিয়া ক্লাবের পয়েন্টে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া এবং কর্মকর্তারা মাল্যদান করে দিনভর অনুষ্ঠানের সূচনা করেন। মাল্যদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীও।

শিলচরে 'কবিপ্রণাম' দিয়ে শুরু দিনভর অনুষ্ঠানের

এ দিন সকালে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে এক শোভাযাত্রা বের হয়। বঙ্গভবন থেকে তারাপুর রবীন্দ্র মূর্তির  পাদদেশে শোভাযাত্রা পৌঁছে সেখানে  সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ফিরে আসে বঙ্গভবনে।  কবিতায়, গানে নৃত্যে ১৬৪ তম রবীন্দ্র জন্মদিবস উদযাপন পর্ব শুরু করে বরাকবঙ্গ। সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী এবং নৃত্য শিল্পীর পরিবেশন করবেন।

Author

Spread the News