চার বছরের শিশু রেখে দম্পতির যোগদান আলফায়

বরাক তরঙ্গ, ১১ মে : এবার তিনসুকিয়ার এক দম্পতি আলফায় যোগ দিলেন। তাঁরা হলেন কাকপাথরের ১ নং সেলেংগুড়ির বাসিন্দা সাম্মিন নেওগের একমাত্র ছেলে অচ্যুতানন্দ নেওগ এবং তার পুত্রবধূ মমতা নেওগ। তাঁরা তাঁদের চার বছর বয়সী একমাত্র মেয়েকে ছেড়ে নিষিদ্ধ সংগঠনে যোগ দেন।

সাম্মিন নেওগ নেওগ জানান, ৫ মে অচ্যুতানন্দ বাড়িতে এসে তার মাকে ভাত দিতে বলেন। এমন সময় অচ্যুতানন্দের ফোন আসে। ফোনে কথা বলার পর অচ্যুতানন্দ ভাত রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। স্ত্রী মমতাও তাকে অনুসরণ করেন।

নির্যাতিতার বাবা সামিন নেওগকে ওই দিনই তিনসুকিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ছেলে ও ছেলে বউয়ের যোগদানের কথা জানিয়েছেন তাকে।

গত ৬ মে কাকপাথর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দম্পতি জানায়। পরে পরিবারের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।

ঘটনার পর পরিবারে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে। অল্পবয়সী সন্তানকে রেখে আলফায় যোগদান নিয়ে সবাইকে ভাবিয়ে তুলেছে।

উল্লেখ্য, অচ্যুতানন্দ নিওগের বাবা সাম্মিন নেওগ একজন প্রাক্তন আলফা। ১৯৯৩ সালে আত্মসমর্পণের পর থেকে তিনি বাড়িতেই রয়েছেন।

Author

Spread the News