সুইডেনে কোরান পোড়ানোর ঘটনায় বিতর্কিত মোমিকাকে গুলি করে হত্যা

১ ফেব্রুয়ারি : সুইডেনে কোরান পোড়ানোর ঘটনায় বিতর্কিত ইরাকি খ্রিস্টান সালওয়ান মোমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ফরাসি সংবাদমাধ্যম এই খবর দিয়ে জানিয়েছে, এদিনই স্টকহোমের একটি আদালতে মোমিকার বিরুদ্ধে ‘জাতিবিদ্বেষ উসকে দেওয়ার’ অভিযোগ সংক্রান্ত একটি মামলায় রায় ঘোষণার কথা ছিল। কিন্তু আদালতে পৌঁছোনোর আগেই তাঁকে হত্যা করা হয়। আদালত জানিয়েছে, ‘বিচারাধীন আসামির মৃত্যু হওয়ায় রায় স্থগিত রাখা হচ্ছে। মামলার রায় ৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।’

স্টকহোম পুলিশ জানিয়েছে, সোডারভিলে শহরে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় বুধবার রাতে উদ্ধার হওয়ার পর হত্যাকাণ্ড সন্দেহে তদন্ত শুরু হয়েছে। সেখানেই থাকতেন মোমিকা। বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করা হয়। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এই খুন তা জানা না গেলেও মোমিকার বিরুদ্ধে মুসলিম বিশ্বের তীব্র অসন্তোষ ছিল।

সালওয়ান মোমিকা ইরাকি নাগরিক। তিনি সুইডেনে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসাবে ছিলেন। ২০২৩ সালে পবিত্র ইদের দিনে একটি মসজিদের সামনে কোরানের অবমাননা ঘটান।

সুইডেনে কোরান পোড়ানোর ঘটনায় বিতর্কিত মোমিকাকে গুলি করে হত্যা
সুইডেনে কোরান পোড়ানোর ঘটনায় বিতর্কিত মোমিকাকে গুলি করে হত্যা
Spread the News
error: Content is protected !!