জলজীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে ধরনা ঠিকাদার সংস্থার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : জলজীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে বুধবার ধরনা কর্মসূচি পালন করল বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা। শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন ওয়ান ও টু’র অফিসের সামনে এক ঘণ্টা করে ধরনা কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা।
ধরনা চলাকালীন বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার সভাপতি প্রণবকুমার রায়, কার্যকরী সভাপতি জুনাইদ আহমেদ মজুমদার ও সম্পাদক পান্না আচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত ২৩ মাস থেকে জলজীবন মিশনের অধীনে যেসব কাজ হয়েছিল, সেই কাজের অর্থ সরকার মিটিয়ে দিচ্ছে না। অনেক বিল আপলোড করা হয়নি এবং অনেক কাজের অর্থ মঞ্জুর হয়েছে যদিও তা পেমেন্ট দেওয়া হচ্ছে না। এরফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। অনেক ঠিকাদার ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ মিটিয়ে দিতে পারছেন না। অসহায় ভাবে দিন যাপন করছেন তাঁরা। তাই শীঘ্রই তাঁদের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানান তারা।
এদিন ধরনা কর্মসূচি পালন করে ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের দাবিতে পৃথক পৃথক ভাবে শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন ওয়ান ও শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন টু’র কার্যবাহী প্রকৌশলী মারফৎ মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করেন তাঁরা। তিনি আরও বলেন, বকেয়া বিল পরিশোধের দাবিতে গুয়াহাটিতে ২ সেপ্টেম্বর জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা কেন্দ্রীয় ভাবে অনশন কর্মসূচি পালন করবে। উল্লেখ্য, শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন ওয়ান ও টু’র অধীনে জলজীবন মিশনের ঠিকাদারদের প্রায় ১০০ কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করা হয়নি। এদিন সংস্থার পক্ষ থেকে কয়েকটি দাবি জানানো হয়।
দাবিগুলো হল- ঠিকাদারদের দীর্ঘদিন ধরে যেসব বিল পরিশোধ করা হয়নি তা শীঘ্রই মঞ্জুর করা, ঠিকাদারদের প্রদত্ত অতিরিক্ত জিএসটি পরিমাণের ৬ শতাংশ বেশি প্রদান অর্থাৎ ১২ শতাংশের এর পরিবর্তে ১৮ শতাংশ এর ভিত্তিতে প্রদান করা। সিকিউরিটি ডিপোজিট অর্থ রিলিজ করা, যেসব বিল এখনও সিস্টেমে আপলোড করা যাচ্ছে না, সেগুলো আপলোড করার জন্য আইএমআইএস সক্রিয়করণের ব্যবস্থা করা এবং এসওপিতে নিয়মিত পরিবর্তন অবিলম্বে বন্ধ করা ইত্যাদি। এও বলেন, বৃহত্তর জনস্বার্থে সরকারি প্রকল্পের কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দাবির প্রতি সদয় হওয়া এবং মানবিক পদক্ষেপ গ্রহণ করা।