স্মাৰ্ট মিটার বাতিল না করে সামান্য মাশুল হ্ৰাস কোনও লাভ হবে না : কনজিউমার্স অ্যাসোসিয়েশন

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : আগামী ১ এপ্ৰিল থেকে বিদ্যুতের মাশুল সামান্য হ্ৰাস করা সম্পর্কে অল আসাম ইলেকট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর আহ্বায়কবৃন্দ যথাক্রমে অজয় আচাৰ্য এবং হিল্লোল ভট্টাচাৰ্য এক প্রেস বার্তায় বলেন, অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষ সংবাদমাধ্যমে আগামী ১ এপ্ৰিল থেকে বিদ্যুতের নতুন মাশুল ধার্যের যে তালিকা প্রকাশ করেছেন তাতে উল্লেখ করা হয়েছে যে ‘এ’ এবং ‘বি’ শ্ৰেণীর সাধারণ গ্ৰাহকদের বিদ্যুৎ মাশুল ইউনিট প্রতি এক টাকা এবং অন্যান্য শ্রেণীর গ্ৰাহকদের ২৫ পয়সা হ্ৰাস হবে অথচ তিনি অসমের বিদ্যুৎ গ্ৰাহকদের প্ৰিপেড স্মাৰ্ট মিটারে বিদ্যুতের খরচ যে বহুগুণ বৃদ্ধির অভিযোগ উত্থাপিত হয়েছে তা নিরসনের কোনও উল্লেখ করেননি। প্ৰিপেড স্মাৰ্ট মিটার বাতিল না করে এই সামান্য মাশুল হ্ৰাস সাধারন গ্ৰাহকদের কোনও লাভ হবে না।

সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে অসমের জনগণের ঘাড়ে বৰ্ধিত বিদ্যুৎ মাশুলের বোঝা থেকে রেহাই দেওয়ার সদিচ্ছা থাকলে সরকারের উচিত কৰ্পোরেট গোষ্ঠীর স্বার্থে স্থাপন করা প্ৰিপেইড স্মাৰ্ট মিটার অবিলম্বে বাতিল করা। তা না করে বরং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে দেশের কর্পোরেটদের হাতে তুলে দিয়ে তাদের মুনাফা অর্জনের স্বার্থে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা হয়েছে। সরকার এর বিরুদ্ধে জনগণের মধ্যে যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে তা প্রশমিত করতেই সামান্য মাশুল হ্ৰাস করেছে। সংগঠনের পক্ষ থেকে আগামীতে বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণ রোধ ও প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে তীব্র গ্রাহক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

স্মাৰ্ট মিটার বাতিল না করে সামান্য মাশুল হ্ৰাস কোনও লাভ হবে না : কনজিউমার্স অ্যাসোসিয়েশন
স্মাৰ্ট মিটার বাতিল না করে সামান্য মাশুল হ্ৰাস কোনও লাভ হবে না : কনজিউমার্স অ্যাসোসিয়েশন
Spread the News
error: Content is protected !!